Home জাতীয় শিকড় ঝিনাইগাতীর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

শিকড় ঝিনাইগাতীর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

25

আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ পারস্পারিক সহযোগিতা উষ্ণ আন্তরিক আবেশে আসুন আলোকিত হই, আলোকিত করি ও বন্যার্তদের পাশে দাড়াই” এ স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতীতে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন “শিকড় ঝিনাইগাতীর” উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৪ জুন শুক্রবার সকালে ঝিনাইগাতী উপজেলার সদর ও ধানশাইল ইউনিয়নের বগাডুবি, কোনাগাঁও, সারিকালিনগর ও বালিয়াগাঁওসহ অন্যান্য গ্রামের নিম্নাঞ্চলের এলাকাগুলোতে নৌকাযোগে বাড়ী বাড়ী গিয়ে ১০০টি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বন্যার্তদের পাশে থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, শিকড় ঝিনাইগাতীর সভাপতি আব্দুল আওয়াল, যুগ্ম সম্পাদক মাসুদ হাসান, অর্থ সম্পাদক সারোয়ার জাহান, কার্যকরী সদস্য ও ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোস্তম আলী, শিক্ষক হারুন উর রশিদ, কার্যকরী সদস্য অভিনুর ইসলাম, শিক্ষক আবু বক্কর সিদ্দিকসহ সংগঠনের অন্যান্য সদস্যগণ। এছাড়াও এর আগেও শিকড় ঝিনাইগাতীর পক্ষ থেকে গত ২২ জুন বুধবার ৮৬টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, চিড়া, আলু, পিঁয়াজসহ অন্যান্য খাদ্যসামগ্রী। উল্লেখ্য, গত ১৭ জুন ঝিনাইগাতীর মহারশী ও সোমেশ্বরী নদীর পাহাড়ি ঢল ও টানা বর্ষণে বন্যা কবলিত হয়ে পড়ে নিম্নাঞ্চলের লোকজন। নিম্নাঞ্চলের অসহায় ও দরিদ্র লোকজনের পাশে দাড়াতে শিকড় এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রী বিতরণের সময় সংগঠনের নেতৃবৃন্দরা সাংবাদিকদের জানান, ঝিনাইগাতী মহারশী নদীর বাঁধ ভেঙে প্রতিবছর বন্যায় এলাকার ব্যাপক ক্ষতি হয়ে থাকে। এর স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট মহারশী নদীর নাব্যতা বজায় রাখাসহ বেড়িবাঁধ নির্মাণের দাবী জানান তারা।