Home শিক্ষা ও ক্যাম্পাস শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়লো

শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়লো

52

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার।একই সাথে ১৫ অক্টোবর থেকে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার কথাএ বলা হয়েছে । বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, উপাচার্য ও টেকনিক্যাল কমিটিসহ বিশিষ্ট শিক্ষাবিদদের সমন্বয়ে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
জানাগেছে, টিকা সংক্রান্ত সব বিশ্ববিদ্যালয় থেকে ছক আকারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) তথ্য পাঠাতে হবে। যে সকল বিশ্ববিদ্যালয় শতভাগ টিকার আওতায় আসবে সে বিশ্ববিদ্যালয়ের আবাসন হলসহ সব কার্যক্রম শুরু করতে পারবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, ২০২০ সালে ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর একই বছরের ১৭ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর গত ১৭ মাসে মোট ২২ দফা ছুটি বাড়ানো হয়েছে।