Home শিক্ষা ও ক্যাম্পাস শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত করেছে ছাত্রলীগ

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত করেছে ছাত্রলীগ

27

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস, নারী নির্যাতন, দখলদারিত্বের প্রতিবাদে ৪ দফা দাবিতে আজ ২২ মার্চ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে মধুর ক্যান্টিন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ন চত্বর প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে দুপুর ১২ টায় সমাবেশ করেন নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শোভন রহমান এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাজীব কান্তি রায়, ঢাকা নগর শাখার সভাপতি অনিক কুমার দাস।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্র রাজনীতি বরাবরের মতোই শাসক শ্রেণীর চক্রান্তের শিকার। সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ সারাদেশের শিক্ষাঙ্গনে সন্ত্রাস, নারী নির্যাতন, দখলদারিত্বের রাজত্ব কায়েম করেছে। সমসাময়িক জাতীয় পত্রপত্রিকা গুলোতেও প্রতিদিনই ছাত্রলীগের দুষ্কর্মের চিত্র দেখা যায়।