Home জাতীয় চট্টগ্রাম মহিলা কলেজের ভাইস প্রিন্সিপালকে বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহার দাবি

চট্টগ্রাম মহিলা কলেজের ভাইস প্রিন্সিপালকে বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহার দাবি

26

ডেস্ক রিপোর্ট: চারণ সাংস্কৃতিক কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সভাপতি নিখিল দাস ও সাধারণ সম্পাদক জাকির হোসেন আজ ১৭ এপ্রিল সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে ফেসবুকের একটি ফান পোস্টের অজুহাতে চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল কবি সেলিনা শেলীকে বন্দর কর্তৃপক্ষ কর্তৃক বরখাস্তের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং তাকে স্বপদে বহাল করার দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, বন্দর কর্তৃপক্ষ কবি সেলিনা শেলীকে শুধু বরখাস্ত করেই ক্ষান্ত হননি, তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করারও হুমকি দেয়। এটি বন্দর কর্তৃপক্ষের চরম অগণতান্ত্রিক ও স্বৈরাচারী মনোভাবের প্রকাশ। ডিজিটাল নিরাপত্তা আইন একটি কালো আইন। ঘুষ, দুর্নীতি, লুটপাট, জিনিসপত্রের দাম বৃদ্ধি, সাম্প্রদায়িক সন্ত্রাসের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় না, শুধুমাত্র মুক্তচিন্তা বাঁধাগ্রস্ত করতে এটি ব্যবহৃত হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ কবি সেলিনা শেলীকে সসম্মানে স্বপদে বহাল করার জোর দাবি জানান এবং ডিজিটাল নিরাপত্তা আইনের নামে কালো আইন বাতিলের জন্য জনগণকে রাজপথে আন্দোলন তীব্র করার আহ্বান জানান।