Home জাতীয় শিক্ষক সেলিনা শেলিকে স্বপদে বহাল দাবি করেছে ছাত্রমৈত্রী

শিক্ষক সেলিনা শেলিকে স্বপদে বহাল দাবি করেছে ছাত্রমৈত্রী

29

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম বন্দর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কবি সেলিন শেলির সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে তাকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি অতুলন দাস আলো এবং সাধারণ সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টি এক যৌথ বিবৃতিতে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ বলেন মানুষের মত প্রকাশের স্বাধীনতা তার গণতান্ত্রিক অধিকার, সেই মত প্রকাশে বাধা আসলে সেটি গণতন্ত্রের জন্য হুমকি স্বরুপ। তারা অতি দ্রæত শিক্ষক, কবি সেলিনা শেলিকে তার স্বপদে বহাল করার দাবি জানান।
তারা আরো বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে এদশেরে প্রগতিশীল লেখক, কবি ও সাংবাদিকদের মত প্রকাশরে স্বাধীনতাকে হরন করা হচ্ছে। সুতরাং অতি দ্রুত এই সকল কালো আইন বাতিল করতে হবে।