ডেস্ক রিপোট: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেছেন মাননীয় রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তব অর্পণ কের শ্রদ্ধা জানান রাষ্টপতি ও প্রধানমন্ত্রী।
তাদের শ্রদ্ধা নিবেদনের পর স্পীকার,ডেপুটি স্পিকার , মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ, বিদেশী কূটনীতিগন, সেনা বাহিনীর প্রধান শ্রদ্ধ্ জানান।
এর পর আওয়ামীলীর, ১৪ দল, জাসদ,বাসদ,সিপিবি,ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাসদ, গণফোরাম, ন্যাপসহ বিভিন্ রাজনৈতিক দল।
শ্রদ্ধা জানান ছাত্রলীগ, ছাত্র দল, ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন, জাসদ সমর্থিত ছাত্র লীগ, ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
পরে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দে্ওয়া হলে বিভিন্ন স্তরের মানুষের ঢল নামে । গভির রাত পর্যন্ত শ্রদ্ধা নিবেদন অব্যাহত রয়েছে।