Home রাজনীতি শহীদ বুদ্ধিজীবী দিবসে জাসদের শ্রদ্ধা নিবেদন

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাসদের শ্রদ্ধা নিবেদন

58

স্টাফ রিপোটার: শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ও সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয় ও মহানগর কমিটিসমূহ আজ ১৪ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুন্নবী, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, যুক্তরাষ্ট্র জাসদের সাবেক সভাপতি মোসাব্বির আহমেদ, জাসদ ঢাকা মহানগর পশ্চিম কমিটির সভাপতি মাইনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাজা, জাতীয় শ্রমিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, শ্রমিক নেত্রী শিরীন শিকদার, যুব জোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম নুর, বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি রনী কাওসারসহ জাসদ ও সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদনশেষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধ এলাকার প্রধান ফটকের বাইরে এক সমাবেশে সমবেত দলীয় নেতা-কর্মী ও জনতার উদ্দেশ্যে সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, পাকিস্তানি শাসকগোষ্ঠী পাকিস্তানের প্রথম দিন থেকেই বাঙালি জাতিকে চিরদিনের জন্য অবদমিত করে রাখার জন্য জাতির ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য মুছে ফেলের যে আগ্রাসন শুরু করেছিল। এই আগ্রাসনের চূড়ান্ত পর্যায় মুক্তিযুদ্ধের নয় মাস ও বিজয়ের উষালগ্নে নিজের পরাজয় অবশ্যম্ভাবী জেনে পাকহানাদার বাহিনী এবং তাদের এদেশীয় সহযোগী জামাত-মুসলিগ-আইসিএস ইত্যাদি ধর্মীয় ফ্যাসিস্টদের সমন্বয়ে গঠিত রাজাকার-আলবদর বাহিনী জ্ঞান-বিজ্ঞান-মুক্তবুদ্ধি-দর্শণ-ইতিহাস-ভাষা-শিল্প-সাহিত্য-সংস্কৃতি-মুক্তবুদ্ধি-যুক্তি-চিন্তার সাধক বাঙালি বুদ্ধিজীবীদের সুপরিকল্পতিভাবে হত্যা করেছিল। তিনি বলেন, পাকিস্তানপন্থী ধর্মান্ধ ফ্যাসিস্ট শক্তি এখনও মুক্তবুদ্ধি-যুক্তি-চিন্তার ধারকদের উপর হত্যা-হামলা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, জাতীয় অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির সাথে সাথে সমাজে শান্তি-সম্প্রীতি-সহিষ্ণুতা-মানিবিকতা-মনুষ্যত্ব প্রতিষ্ঠা করতে হলে মুক্তবুদ্ধি-যুক্তি-চিন্তা-দর্শন-জ্ঞান-বিজ্ঞান-ইতিহাস-ঐতিহ্য-শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চা বাড়াতে জাতীয় ঐক্যবদ্ধ রাজনৈতিক পদক্ষেপ নিতে হবে। কেবলমাত্র রাষ্ট্র-সংবিধান-রাজনীতি-সংস্কৃতিতে মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার পথেই ১৯৭১ সালে বুদ্ধিজীবী হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতিকে মেধাশূণ্যতা ও পশ্চাৎপদতার মধ্যে ফেলে দিয়েছিল, সেই শূণ্যতা পূরণ করে বাঙালি জাতি সামনের দিকে এগিয়ে যাবে।