Home সাহিত্য ও বিনোদন প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত

প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত

61

সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব,দেশ বরেণ্য চলচ্চিত্র নির্মাতা,প্রবীণ অভিনেতা,সাহিত্যিক আমজাদ হোসেনের আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী।

১৪ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে এ উপলক্ষে আমজাদ হোসেন চর্চা কেন্দ্র,জামালপুর বকুলতলা মোড় থেকে একটি মৌন শোভাযাত্রার আয়োজন করে।

শোভাযাত্রায় উদীচী শিল্পীগোষ্ঠী,জামালপুর জেলা সংসদ,কবিতীর্থ,নাট্যনীড়,থিয়েটার অঙ্গন,ষড়ঙ্গ আবৃত্তি পীঠ,লালন একাডেমী,নৃত্যশিল্পী সংস্থা,বর্ণালী একাডেমি,উদীয়মান তরুন সংঘ,বসাকপাড়া ক্রীড়াচক্র,সততা ব্যবসায়ী কল্যান সমিতি,বন্ধন জামালপুরসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিকসংগঠন শোভাযাত্রায় অংশ গ্রহন করে।

শোভাযাত্রার শুরুতে বকুলতলা চত্ত্বরে বক্তব্য রাখেন,আমজাদ হোসেনের সন্তান চিত্রনায়ক সাজ্জাদ হোসেন দোদুল,ছোট ভাই অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন মানু,জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এড. ইউসুফ আলী,বিশিষ্ট সাংবাদিক সাযযাদ আনসারী,কবি আলী জহির প্রমূখ।

বক্তব্য শেষে শোভাযাত্রাটি বকুলতলা মোড় থেকে বনপাড়া জামালপুর পৌর কবরস্থানের সামনে গিয়ে শেষ হয়। পরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনের কবরে পুষ্পার্ঘ্য নিবেদন করেন।