Home জাতীয় শহরের ৫০ শতাংশ বর্জ্য সংগ্রহ করা হচ্ছে না: সাবের হোসেন চৌধুরী

শহরের ৫০ শতাংশ বর্জ্য সংগ্রহ করা হচ্ছে না: সাবের হোসেন চৌধুরী

63

ডেস্ক রিপোর্ট: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, শহরের ৫০ শতাংশ বর্জ্য সংগ্রহ হচ্ছে না। ফলে এসব বর্জ্য শহরে দূষণ ঘটাচ্ছে। এ ছাড়া রাজধানীর আশপাশে পরিবেশবান্ধব ও মানসম্মত উপায়ে বর্জ্য ব্যবস্থাপনা বা ল্যান্ডফিলগুলো থেকে প্রচুর পরিমাণে মিথেন নিঃসরণ হয়। এটা কার্বন ডাই অক্সাইডের থেকে ১০০ গুণ বেশি ক্ষতিকারক। বর্জ্য ব্যবস্থাপনায় ল্যান্ডফিলের ধারণা নিয়ে ভাবতে হবে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের পার্লামেন্ট ক্লাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবের হোসেন চৌধুরী এ কথা বলেন।

দূষণমুক্ত ঢাকা নগরী গড়তে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার (ইউএসএআইডি) আর্থিক ও অলাভজনক সংস্থা কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় ডিএসকে (দুস্থ স্বাস্থ্য কেন্দ্র) কনসোর্টিয়ামের বাস্তবায়িত ঢাকা কলিং প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ইজাজ হোসেন মূল প্রবন্ধে বলেন, দেশে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্য অর্জনে সম্প্রতি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা–২০২১ পাশ হয়েছে। বিধিমালায় যুগান্তকারী বেশ কিছু পদক্ষেপের কথা বলা হলেও সামগ্রিকভাবে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সরকার কি কর্মকৌশল বা কর্মপরিকল্পনা নির্ধারণ করেছে, তার কোনো সুস্পষ্ট ধারণা পাওয়া যায় না।

দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) নির্বাহী পরিচালক দিবালোক সিংহ এ সময় সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সদস্য মো. শাহে আলম, পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান, কোয়ালিশন ফর দ্য আরবান পুওরের (কাপ) নির্বাহী পরিচালক খোন্দকার রেবেকা সান ইয়াত, গবেষক আমিনুর রসুল, ঢাকা কলিং প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ম্যানেজার মাহবুল হক, বস্তিবাসীর অধিকার সুরক্ষা কমিটির কেন্দ্রীয় সভাপতি হোসনে আরা বেগম প্রমুখ বক্তব্য দেন।
প্রথমআলো