Home জাতীয় লুটেরাদের ব্যবসা বান্ধব বাজেট বাতিল কর

লুটেরাদের ব্যবসা বান্ধব বাজেট বাতিল কর

33

ডেস্ক রিপোর্ট: বাজেটে শ্রমিকদের জন্য আর্মি রেটে রেশনিং, আবাসন, শ্রমিকদের সন্তানদের জন্য শিশু দিবাযত্ন কেন্দ্র ও পরিবহণ খাতে বরাদ্দ রেখে বাজেট প্রণয়ন করার দাবিতে আজ বেলা ১১টায়, সাভার রানা প্লাজা স্মৃতিসৌধের সামনে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোল বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সাভার অঞ্চলের নেতা ও গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার থানা কমিটির সভাপতি মো. মনির হোসেন, বক্তব্য রাখেন অধিকার আন্দোলনের সমন্বয়কারী শহীদুল ইসলাম সবুজ, কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অন্যতম নেতা রাজু আহমেদ, সাইফুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, যে শ্রমিকের শ্রমে—ঘামে উপার্জিত অর্থে বাজেট প্রণীত হয়, সবসময়ই সেই শ্রমিকরা বাজেট বরাদ্দ থেকে উপেক্ষিত থাকেন। লুটেরা ব্যবসায়ী, শিল্পপতিরাই লাভবান হয় বাজেটে।

বক্তারা বাজেট পাশের আগে অবশ্যই শ্রমিকদের আর্মি রেটে রেশনিং, আবাসন, শিশু দিবাযত্ন কেন্দ্র ও পরিবহন খাতে বরাদ্দ রাখার দাবি জানান।