Home জাতীয় লাখো শিক্ষার্থীর শিক্ষাজীবন ধ্বংসের দায় সরকারকে নিতে হবে

লাখো শিক্ষার্থীর শিক্ষাজীবন ধ্বংসের দায় সরকারকে নিতে হবে

44

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার যৌক্তিকতার প্রশ্নে ছাত্র ইউনিয়নের আয়োজনে আজ ৪ সেপ্টেম্বর বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ‘সর্বজন শুনানী’তে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অনিক রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাগিব নাঈমের সঞ্চালনায় শুনানী’তে অংশ নেন অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক তানজীম উদ্দীন খান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী, অ্যাড. ইমতিয়াজ মাহমুদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ আল ক্বাফী রতন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, অ্যাড. হাসনাত কাইয়ুম, শিক্ষা আন্দোলন কর্মী রাখাল রাহাসহ বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের নেতৃবৃন্দ।
শুনানীতে অংশ নিয়ে বক্তারা বর্তমানে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো যৌক্তিকতাই সরকারের কাছে নেই জানিয়ে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ধ্বংস রোধে দ্রুততম সময়েই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি করেন।