Home রাজনীতি লঞ্চ অগ্নিদূর্ঘটনা: ত্রুটিযুক্ত লঞ্চগুলোর লাইসেন্স বাতিল চায় জাসদ

লঞ্চ অগ্নিদূর্ঘটনা: ত্রুটিযুক্ত লঞ্চগুলোর লাইসেন্স বাতিল চায় জাসদ

36

ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে আজ ভোর রাত ২ টায় ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চে অগ্নিদূর্ঘটনায় অনেক যাত্রী হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তারা নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসাসহ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন। তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, নৌপথে একের পর এক লঞ্চ দূর্ঘটনায় অসংখ্য মানুষের করুণ মৃত্যুর ঘটনা ঘটে চলার পরও নৌ-পরিবহন কর্তৃপক্ষের নির্লিপ্ত ভূমিকা শুধু দায়িত্ব পালনে অবহেলা ও গাফিলতিই নয় এখন তা অপরাধের পর্যায়ে উপনীত হয়েছে। তারা যাত্রীবাহী লঞ্চগুলো পরীক্ষা করে যান্ত্রিক ত্রুটিযুক্ত লঞ্চগুলোর লাইসেন্স বাতিল করার দাবি জানান।