Home বাণিজ্য ও অর্থনীতি লকডাউনকালীন ব্যাংক খোলা দশটা থেকে দেড়টা

লকডাউনকালীন ব্যাংক খোলা দশটা থেকে দেড়টা

31

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণ রোধে বিধি-নিষেধ চলাকালে সীমিত পরিসরে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ লক্ষ্যে ব্যাংকসমূহকে অনুসরণের জন্য নিম্নোক্ত নির্দেশনা জারি করা হয়েছে :

১ জুলাই ২০২১ ব্যাংক হলিডে এবং ২ ও ৩ জুলাই সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ব্যাংক বন্ধ থাকবে। বিধি-নিষেধ চলাকালে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিসহ প্রতি রবিবার ব্যাংক বন্ধ থাকবে। তবে, কার্ডের মাধ্যমে লেনদেন ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সার্বক্ষণিক চালু রাখতে হবে এবং এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নোট সরবরাহসহ সার্বক্ষণিক চালু রাখতে হবে।

ছুটির দিন ও রবিবার ব্যতীত সপ্তাহের অন্যান্য দিনে ব্যাংকিং সময়সূচি হলো সকাল ১০ টা হতে দুপুর দেড়টা পর্যন্ত এবং লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের সময়কাল বিকাল ৩ টা পর্যন্ত।

আজ বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে