Home জাতীয় রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে অর্ধশতাধিক ঘর

রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে অর্ধশতাধিক ঘর

26

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফ উপজেলার চাকমারকুল২১নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডে৬০টি ঘর পুড়ে ছাই।
সোমবার (২৪ এপ্রিল ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউপি চাকমারকুল ২১ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।
চাকমারকুল ২১ নম্বর ক্যাম্প মাঝি নাসির উদ্দীন জানান, হঠাৎ সোমবার রাত সাড়ে ৮টার দিকে ক্যাম্পে আগুন জ্বলতেছে। যখন আগুন জ্বলে উঠলো আমরা সাথে সাথে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। এবং বাড়িতে থাকা লোকজনকে নিরাপদে নিয়ে যেতে থাকি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় প্রায় ৬০টি ঘর, ১টি মসজিদ, ৩টি লার্নিং সেন্টার, ১টি ব্রাকের স্টোর রুম পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হল ১৫০টি পরিবার।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোঃ ইমদাদুল ইসলাম জানান, ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনাটি জানার পর আমরা আমাদের টিম নিয়ে দ্রুত আসার পর প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কতটি ঘর পুড়ছে এখনো বিস্তারিত জানা যায়নি।

টেকনাফ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ভূমি) মো. এরফালুন হক চৌধুরী বলেন, চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের একটি এনজিও’র নারী কেন্দ্রে আগুন লেগেছে।আগুন নিয়ন্ত্রণে থাকলেও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।
আমাদের সময়. কম