Home সারাদেশ রূপসার পাটকলে লাগা আগুন নিয়ন্ত্রণে, একশ কোটি টাকার ক্ষতি!

রূপসার পাটকলে লাগা আগুন নিয়ন্ত্রণে, একশ কোটি টাকার ক্ষতি!

19

খুলনা অফিস: খুলনার রূপসার পাটকলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৬ টি ইউনিটের সঙ্গে নৌবাহিনীর দুটি ইউনিট সাড়ে ৫ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
আগুনে প্রায় একশ কোটি টাকার ক্ষয়ক্ষতি কথা জানাগেছে। তবে ফায়ার সার্ভিস এ বিষয় আনুষ্ঠানিক কিছু জানায়নি।
জানাগেছে, বুধবার বিকেল সাড়ে ৫টায় দিকে রূপসা উপজেলার জাবুসা এলাকায় অবস্থিত সালাম জুট মিলে আগুণ লাগে।আগুনের খবর পেয়ে প্রথমে রূপসা ও টুটপাড়া ফায়ার ষ্টেশনের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খুলনা থেকে আরও ১২টি ইউনিট ও নৌবাহিনীর ২টি ইউনিট যৌথভাবে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পাটকলটির ব্যবস্থাপক বশির আহম্মেদ জানান, পাটকলের পাশেই ৩ নম্বর গুদামের একটি মেশিনে যান্ত্রিক ত্রটির কারনে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়।
পাটকলটির স্বত্বাধিকারী এম এ সালাম সাংবাদিকদের জানিয়েছেন, তিনটি গুদামে ৭৫০টন উৎপাদিত পণ্য ছিল, যার আনুমানিক মূল্য ১০ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া ১ হাজার ৩শ টন কাঁচামাল ছিল, যার আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি টাকা। সব মিলিয়ে প্রায় একশ কোটি টাকা ক্ষয়ক্ষতির হওয়ার কথা জানান তিনি।