Home জাতীয় সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ করেছে ছাত্রলীগ

সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ করেছে ছাত্রলীগ

46

স্টাফ রিপোর্টার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত-ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক আল আমিন শেখ। শনিবার সন্ধ্যায় রাজধানীর টিএসসি-শহিদ মিনার, হাইকোর্ট-দোয়েল চত্তর ও পল্টনে তিনি এ খাবার বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ টিপু।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক আল আমিন শেখ বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই মহান নেতা ১৯২০ সালের ১৭মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাঙালি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেতো না। বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে এবং বাঙালি বীরের জাতি হিসেবে পরিচিতি লাভ করেছে। আজ বঙ্গবন্ধু নেই। তবে তিনি অমর হয়ে আছেন ইতিহাসের পাতায়, বাঙালিদের হৃদয়ে।