Home জাতীয় রাষ্ট্রায়ত্ত চিনিকল আধুনিকায়ন করে চালুর দাবিতে স্মারকলিপি পেশ

রাষ্ট্রায়ত্ত চিনিকল আধুনিকায়ন করে চালুর দাবিতে স্মারকলিপি পেশ

37

ডেস্ক রিপোর্ট: আজ ৩১ অক্টোবর শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে রাষ্ট্রায়ত্ত চিনিকল আধুনিকায়ন করে চালু, সকল বকেয়া বেতন, পেনশন ও পাওনা পরিশোধের দাবিতে সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি পেশ করার সময় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সহ-সভাপতি মানস নন্দী, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন, শ্রমজীবী আন্দোলনের আহ্বায়ক হারুনার রশিদ ভূঁইয়া, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক শামীম ইমাম, বিপ্লবী শ্রমিক সংহতির আহ্বায়ক আবু হাসান টিপু, শ্রমজীবী সংঘের আহ্বায়ক আব্দুল আলী, ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় (টাফ) নেতা আবুল কালাম আজাদ, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতা বিধান দাস প্রমুখ।

নেতৃবৃন্দ দাবি মেনে চিনিকল সমস্যার সমাধান না করা হলে চিনিকল শ্রমিক ও আখচাষিদের নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি পালনের প্রত্যয় ব্যক্ত করেন।