Home শিক্ষা ও ক্যাম্পাস রাবিতে হচ্ছে না মঙ্গল শোভাযাত্রা

রাবিতে হচ্ছে না মঙ্গল শোভাযাত্রা

22

জয় খ্রীষ্টফার বিশ্বাস, রাজশাহী : পয়লা বৈশাখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হচ্ছে না মঙ্গল শোভাযাত্রা। তবে বৈশাখের শেষে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে ‘কালবৈশাখী’ উৎসব। শুক্রবার তথ্যটি নিশ্চিত করেছেন চারুকলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মোহাম্মদ আলী।

তিনি বলেন, ঈদে বিশ্ববিদ্যালয় ছুটি থাকায় এ বছর পয়লা বৈশাখ ক্যাম্পাসে পালিত হচ্ছে না। তবে বৈশাখের শেষে বর্ণাঢ্য আয়োজনে ‘কালবৈশাখী’ উৎসব পালিত হবে। শিক্ষার্থীদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, বাঙালির চিরায়ত সংস্কৃতি চর্চার লক্ষ্যে প্রতিবছর চারুকলা অনুষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পয়লা বৈশাখ উদযাপন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। দিবসটি ঘিরে বৈচিত্র্য রূপে সজ্জিত হয় পুরো চারুকলা অনুষদ। মঙ্গল শোভাযাত্রায় দেখা মেলে রং-বেরঙের প্ল্যাকার্ড ও ডামিসহ নানা চিত্র।

শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে রঙিন হয়ে ওঠে চারুকলার দেয়ালগুলো। তবে করোনা ও ঈদের ছুটিসহ নানা কারণে গত কয়েক বছর পয়লা বৈশাখে সেটা উদযাপন সম্ভব হচ্ছে না।

চারুকলা অনুষদের শিক্ষার্থী নিশাত জাহান বলেন, নববর্ষ উদযাপন চারুকলার একটি ঐতিহ্য। বাঙালির চিরায়ত সংস্কৃতি ধারণ ও চর্চার লক্ষ্যেই প্রতিবছর বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপিত হয়।