Home জাতীয় রাতের আধাঁরে পুকুরে বিষ ঢেলে ৪ লক্ষাধিক টাকার মাছ নিধন

রাতের আধাঁরে পুকুরে বিষ ঢেলে ৪ লক্ষাধিক টাকার মাছ নিধন

34

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি পুকুরে রাতের আধাঁরে বিষ ঢেলে ৪ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে বুধবার ভোরে পুকুরের সকল প্রজাতির মাছ মরে ভেসে উঠে। খোঁজ নিয়ে জানা যায়, শহরের মধ্য পাইকপাড়া জামে মসজিদ সংলগ্ন হাজী দারু মিয়ার বাড়ীর পুকুর ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন স্থানীয় নাছির হোসেন। মঙ্গলবার গভীর রাতে পুকুরটিতে বিষ ঢেলে দেয় দুর্র্বৃত্তরা। ভোরে ইজারাদার নাছির পুকুর পাড়ে গিয়ে দেখতে পান মাছ মরে পানির উপর ভেসে উঠছে। আস্তে আস্তে পুকুরের সকল মাছ মরে ভেসে উঠে। এসময় ইজারাদার নাসির পুকুরপাড়ে কান্নায় ভেঙ্গে পড়ে। এ বিষয়ে ইজারাদার নাসির হোসেন বলেন, পুকুরের একটি মহল দীর্ঘদিন ধরে পুকুরটি দখলের চেষ্টা করে আসছে। পুকুরটিতে মাছ চাষের ফলে তারা দখল করতে পারছিল না। এ কারনেই ওই মহলটি বিষ দিয়েছে পুকুরে। এতে আমার প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি সুষ্ঠু তদন্তের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান।
ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় কোন অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।