Home কৃষি রংপুর অঞ্চলে আলুর চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে

রংপুর অঞ্চলে আলুর চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে

25

রংপুর অফিস : বর্তমানে দেশে আলুর চাহিদা ও আবাদ দুটিই বেড়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী রংপুর বিভাগের পাঁচ জেলায় এবছর ১ লাখ ৬০২ হেক্টর জমিতে আলুর চাষ করা হয়েছে, যেখানে ৯৮ হাজার ৫১০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সে হিসেবে ২ হাজার ৯২ হেক্টর জমিতে আলুর চাষ বেড়েছে। এবছর রংপুর জেলায় ৫৩ হাজার ৯৩০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে, যা রংপুর অঞ্চলের সর্বোচ্চ। এছাড়া নীলফামারী জেলায় ২১ হাজার ৯৯০ হেক্টর, গাইবান্ধা জেলায় ১১ হাজার ১৫২ হেক্টর, কুড়িগ্রাম জেলায় ৭ হাজার ৭৫ হেক্টর ও লালমনিরহাট জেলায় ৬ হাজার ৪৫৫ হেক্টর জমিতে আলুর চাষ করা হয়েছে। উল্লেখ্য, গতবছর রংপুর অঞ্চলে ৯৭ হাজার ৩২৭ হেক্টর জমিতে আলুর চাষ করা হয়েছিল।
বাংলাদেশে দেশি ও উচ্চফলনশীল দুই জাতের আলু চাষ করা হয়। বর্তমান বাংলাদেশে হেক্টরপ্রতি আলুর গড় ফলন ১১ টন। আলুর উৎপাদন হেক্টরপ্রতি ২০ টন পর্যন্ত বাড়ানো সম্ভব। আলুর উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বেশ কয়েকটি উচ্চফলনশীল আলুর জাত উদ্ভাবন করেছে। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে উচ্চফলনশীল জাতের আলু চাষ করলে ফলন বাড়বে এবং উৎপাদন খরচ কমে আসবে। যা দেশের খাদ্য চাহিদা পূরণে সহায়তা করার পাশাপাশি দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে।