Home শোক ও স্মরণ রংপুরের জাসদ নেতা রাঙ্গা আর নাই। ইনু-শিরীনের শোক

রংপুরের জাসদ নেতা রাঙ্গা আর নাই। ইনু-শিরীনের শোক

28

ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, রংপুর জেলা কমিটির সভাপতি, রংপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, সারথি নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক, গ্রুপ থিয়েটার ফেডারেশন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন রাঙ্গা আজ ১৯ ডিসেম্বর দুপুর ৩:৪৫ টায় ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন । তিনি প্যানক্রিয়াসের জটিল রোগে ভুগছিলেন। আজ বাদ আছর মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টার কাদেরিয়া মাদ্রাসা মসজিদে নামাজে জানাজা শেষে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে। আগামীকাল সকাল ১০ টায় রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে মরহুমের মরদেহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে এবং নামাজে জানাজা শেষে গাইবান্ধায় মরহুমের গ্রামের বাড়িতে পারিবারিক গোরস্থানে দাফন কাজ সম্পন্ন হবে।
জাসদের শোক
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, রংপুর জেলা কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন রাঙ্গার মৃত্যুতে জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজন-সহযোদ্ধাদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তারা বলেন, জাসদ নেতা সাখাওয়াত হোসেন রাঙ্গা কিশোরবেলা থেকে জাসদের সাথে যুক্ত হন এবং দীর্ঘ কয়েক দশক রংপুর, বৃহত্তর রংপুর, উত্তরবঙ্গ ও ঢাকায় জাসদের বিভিন্ন পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন অত্যন্ত নিষ্ঠার সাথে। তার মৃত্যুতে জাসদ ও প্রগতিশীল রাজনীতির অপূরনীয় ক্ষতি হলো। তারা প্রয়াত জাসদ নেতা রাঙ্গার প্রতি দলের পক্ষ থেকে সর্বোচ্চ শ্রদ্ধা জ্ঞাপন করেন।
মোহাম্মদপুরে মরহুমের নামাজে জানাজা শেষে জাসদ কেন্দ্রীয় নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।