Home জাতীয় যখানেই শ্রমিকের ওপর চাঁদাবাজি-জুলুম সেখানেই প্রতিরোধ

যখানেই শ্রমিকের ওপর চাঁদাবাজি-জুলুম সেখানেই প্রতিরোধ

24

ডেস্ক রিপোর্ট: কার্ডের নামে চাঁদাবাজিসহ সড়কে ব্যাটারিচালিত যানবাহনের ওপর সকল ধরনের চাঁদাবাজি বন্ধের দাবিতে আজ ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার, সকাল ১১টায় কামরাঙ্গীরচরের লোহার ব্রিজের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কামরাঙ্গীরচর থানার সভাপতি আব্দুল হাকিম মাইজভান্ডারির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, সাংগঠনিক সম্পাদক লিটন নন্দী, কামরাঙ্গীরচর থানা কমিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, লালবাগ থানার শ্রমিক নেতা দেলোয়ার হোসেন, হাজারীবাগের নেতা সুমন মৃধা, কামরাঙ্গীরচরের নেতা মো. নিজাম, গোলাম মোস্তফা, জামাল হোসেন মাঝি প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, পুলিশ ও ট্রাফিকের যোগসাজসে কার্ডে নামসহ নানা নামে সড়কে ব্যাটারিচালিত যানবাহনের ওপর চলছে সীমাহীন চাঁদাবাজি। রিকশা শ্রমিকদের ওপর সকল চাঁদাবাজি-জুলুম বন্ধ করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, চার কোটি বেকারের দেশে শ্রমিকরা এনজিও ও মহাজনি সুদে ঋণ নিয়ে ব্যাটারিচালিত যানবাহন তৈরি করে নিজের কর্মসংস্থান করেছে। সরকার জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্যোগ না নিয়ে শ্রমিকের ঋণের টাকায় গড়ে তোলা কর্মসংস্থান বন্ধের পাঁয়তারা করছে।
নেতৃবৃন্দ সমাবেশ থেকে অবিলম্বে ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানের দাবি জানান।
সমাবেশ শেষে শ্রমিকদের একটি লাল পতাকা মিছিল বেড়িবাঁধ লোহার ব্রিজ থেকে সেকশন পর্যন্ত এসে সমাপ্ত হয়।