Home সারাদেশ মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ রবীন্দ্র নারায়ন ভট্টাচার্য’র বিদায় সংবর্ধনা

মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ রবীন্দ্র নারায়ন ভট্টাচার্য’র বিদায় সংবর্ধনা

313

মোংলা থেকে মোঃ নূর আলমঃ মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য’র বদলিজনীত কারনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ২৮ মে রবিবার সকালে পৃথক পৃথক ভাবে মোংলা সরকারি কলেজ এবং মোংলা নাগরিক সমাজ, মোংলা প্রেসক্লাব ও ইয়ুথ পিস্ এম্বাসেডর এর আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১০টায় মোংলা প্রেসক্লাব মিলনায়তনে বিদায়ী নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন মোংলা সরকারি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সুশাসনের জন্য নাগরিক সুজন মোংলার সভাপতি ফ্রান্সিস সুদান হালদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, সুন্দরবন জাদুঘরের পরিচালক সুভাষ চন্দ্র বিশ^াস, ড. অসিত বসু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ নূর আলম শেখ, মোংলা কলেজের সাবেক ভিপি মোঃ শাহ আলম, প্রভাষক এস এম মাহবুবুর রহমান, প্রভাষক বিশ^জিৎ মন্ডল, প্রভাষক মোঃ ইব্রাহিম খলিল, ইয়ুথ পিস্ এম্বাসেডর শিকদার ইয়াসিন আরাফাত প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষ প্রফেসর রবীন্দ্র নারায়ন ভট্টাচার্য’র স্বল্পকালীন সময়ে কলেজ পরিচালনা এবং মোংলা উপজেলায় শিক্ষার গুনগত পরিবর্তনে জাগরণ সৃষ্টি করায় তার অবদানকে বক্তারা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে মোংলা প্রেসক্লাব, মোংলা নাগরিক সমাজ ্ও ইয়ুথ পিস্ এম্বাসেডরদের পক্ষ থেকে বিদায়ী অধ্যক্ষ রবীন্দ্র নারায়ন ভট্টাচার্যকে ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট প্রদান করা হয়। অন্যদিকে রবিবার সকাল সাড়ে ১১টায় মোংলা সরকারি কলেজ’র পক্ষ থেকেও বিদায়ী অধ্যক্ষ প্রফেসর রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্যকে সংবর্ধনা দেয়া। সবংর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মল্লিক অহিদুজ্জামান। সবংর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক আনোয়ার হোসেন, ড. অসিত বসু, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, প্রভাষক প্রদীপ অধিকারী, প্রভাষক বাকী বিল্লাহ, প্রভাষক এস এম মাহবুবুর রহমান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সাহারা বেগম, প্রভাষক মমতাজ খানম প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠান দুটিতে সংবর্ধিত অতিথি অধ্যক্ষ প্রফেসর রবীন্দ্র নারায়ন ভট্টাচার্য মোংলা সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা-শিক্ষার্থী, সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করায় তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।