Home জাতীয় মোংলা-মোড়েলগঞ্জের সীমান্তে বারুণী স্নান ও মতুয়া মেলা জমে উঠেছে

মোংলা-মোড়েলগঞ্জের সীমান্তে বারুণী স্নান ও মতুয়া মেলা জমে উঠেছে

53

মোংলা থেকে মো. নূর আলমঃ শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১১তম আবির্ভাব উপলক্ষে মোরেলগঞ্জের গুরুচাঁদ ঠাকুরের শ্রীধাম লক্ষ্মীখালীতে ১৪ এপ্রিল বৃহস্পতিবার থেকে জমে উঠেছে শততম বারুণী স্নান ও মতুয়া মেলা। দেশের বিভিন্ন জেলা ও ভারতের কয়েকটি অঞ্চল থেকে ৪ শতাধিক দল এবারের স্নান উৎসবে অংশ নিয়েছেন বলে শ্রীধাম লক্ষ্মীখালীর গদিনশীন সেবাইত মতুয়াচার্য শ্রী সাগর সাধু ঠাকুর জানিয়েছেন।

এই স্নান উৎসব কে কেন্দ্র করে প্রতি বছর শ্রীধাম লক্ষ্মীখালীতে মতুয়া মতাদর্শী ছাড়াও বিভিন্ন ধর্মের হাজার হাজার লোক এখানে সমবেত হন। ফলে এই বারুণী স্নান উৎসব পরিণত হয় মেলায়। তিথি অনুযায়ী পূণ্যস্ন্যান শেষ হলেও ৩ দিন ধরে চলতে থাকে মেলা। ১৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে মতুয়া মেলা পরিদর্শন করেন বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক (পিপিএম), মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র বাগেরহাট জেলা আহবায়ক বিশিষ্ট সাংবাদিক নুর আলম শেখ, ইউএনও পত্নী, বাপা নেতা হাছিব সরদার প্রমুখ। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ সুপার কে এম আরিফুল হক ও উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। এর আগে মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার সেখানে গেলে মাতুয়া ভক্তবৃন্দ আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং ইউএনও ও তার পত্নীকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন মাতুয়া গোষ্ঠী ও জিউধরা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা। এসময় অতিথিবৃন্দকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন শ্রীধাম লক্ষ্মীখালির গদিনশীন সভাপতি শ্রী সাগর সাধু ঠাকুর।