Home সারাদেশ মোংলায় কোডেক স্বপ্নযাত্রা প্রকল্পের বিতর্ক প্রতিযোগিতা

মোংলায় কোডেক স্বপ্নযাত্রা প্রকল্পের বিতর্ক প্রতিযোগিতা

222

মোংলা থেকে মোঃ নূর আলমঃ ”যুক্তির আলোয় কাটুক আঁধার, প্রতিষ্ঠিত হোক শিশু অধিকার” শ্লোগানে ৪ নভেম্বর শনিবার সকালে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে কোডেক স্বপ্নযাত্রা প্রকল্পের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১১টায় বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন কোডেক স্বপ্নযাত্রা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সৈয়দ মাহবুবুর রহমান। বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোংলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক নেতা এইচ এম দুলাল, বাগেরহাটের বিশিষ্ট শিক্ষাবিদ তুষার মন্ডল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোংলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, জাতীয় বির্তক ফেডারেশন বাগেরহাটের সভাপতি শাকির হোসেন, কোডেক কর্মকর্তা জাকির হোসেন, সাংস্কৃতিক সংগঠক হারুন গাজী, সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজ’র শিক্ষিকা রেবেকা সুলতানা পারভীন, কোডেক’র মোতালেব হোসেন প্রমূখ। ”দারিদ্রতাই বাল্য বিবাহের প্রধান কারন” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় খাসেরডাঙ্গা আবু বকর সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদ ইসমাইল মাধ্যমিক বিদ্যালয়, চাঁদপাই শিশু সেন্টার ও মিঠাখালী শিশু সিন্টারের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। চুড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় খাসেরডাঙ্গা আবু বকর সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং মোহাম্মদ ইসমাইল মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন শিক্ষার্থীদের ব্যক্তিত্বের বিকাশ, গঠন এবং একটি যুক্তি নির্ভর, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিতর্কের মাধ্যমে যুক্তির আঘাতে চেতনার জট মুক্ত করে মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল গণতান্ত্রিক অসাম্প্রদায়িক সাম্যের সমাজ বিনির্মান করতে হবে।