Home সারাদেশ মোংলায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

মোংলায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

31

মোংলা থেকে মো. নূর আলমঃ চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, মাদক বিক্রি, সন্ত্রাসী, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড প্রতিহত করতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোংলায় ১৯ অক্টোবর বুধবার সকালে অপরাধ দমন ও আইন শৃঙ্খলা রক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় থানা ভবন চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার কে এম আরিফুল হক। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, কোস্ট গার্ডের লেঃ সাজ্জাদ আব্দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, উপজেলা আওয়ালীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন। প্রধান অতিথির বক্তব্য পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন অপরাধ নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা সমুন্নত রাখা, অপরাধীকে আইনের আওতায় আনা, যৌতুক, ইভটিজিং, বাল্যবিবাহ রোধ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণসহ নানাবিধ কর্মকান্ডে পুলিশ এবং সমাজের বিভিন্ন পর্যায়ের জনগণের সম্মিলিত প্রয়াসে পুলিশ কাজ করে যাচ্ছে। এ সময় অন্যান্যের মধ্যে রাখেন মোংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এইচ এম দুলাল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর নেতা সাংবাদিক মো. নূর আলম শেখ, মোংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, পৌর কাউন্সিলর কবির হোসেন, জিএম আল আমিন, শরিফুল ইসলাম শরিফ, শিউলি আকন, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম খান, কামরুল হাসান খোকন, ইউপি সদস্য শান্ত ডাকুয়া, দূর্জয় হালদার, যুবলীগ নেতা মইনুল হোসেন মিন্টু প্রমূখ বক্তব্য।