Home জাতীয় মোংলার বুড়িরডাঙ্গা ও মিঠাখালী ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

মোংলার বুড়িরডাঙ্গা ও মিঠাখালী ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

105

মোংলা থেকে মো. নূর আলমঃ মোংলায় বুড়িরডাঙ্গা ইউনিয়ন এবং মিঠাখালী ইউনিয়ন পরষদের ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ৩০ মে সোমবার সকালে স্ব-স্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ঘোষণা করা হয়েছে। বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৩ কোটি ২৪ লাখ ১৫ হাজার ৮শ ৪৮ টাকা আয়, ৩ কোটি ২৩ লাখ ১৬ হাজার ৩শ ৪৮ টাকা ব্যয় ও ৯৯ হাজার ৫০০ টাকা উদ্বৃত্ত রেখে বাজেট ঘোষণা করা হয়েছে। অন্যদিকে মিঠাখালী ইউনিয়ন পরিষদে ৩ কোটি ১৬ লাখ ৬৭ হাজার ৮৩৩ কোটি টাকা আয়, ৩ কোটি ১৬ লাখ ৩২ হাজার ৮৩৩ টাকার ব্যয় ও ৩৫ হাজার টাকার উদ্বৃত্ত রেখে বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস। বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাখেন দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালের অধ্যক্ষ তুষার কুমার গাইন, ইউনিয়ন আ’লীগের সভাপতি অর্ধেন্দু শেখর বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকবৃন্দ। অন্যদিকে সোমবার সকাল ১১টায় মিঠাখালি ইউনিয়ন পরিষদের বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল। বাজেট অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান ছোটমনি, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, প্যানেল চেয়ারম্যান ছোহরাব গাজীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। দীর্ঘ দুই বছর পর মোংলায় করোনা প্রাদুর্ভাব কেটে যাওয়ায় এ বছর উৎসব মুখর পরিবেশে বাজেট অধিবেশনের আয়োজন করা হয়েছে। এবারের বাজেটে ইউনিয়নের অসহায় ও গরিব মানুষ সহায়তা এবং কর্মহীনদের কর্মসংস্থান সৃষ্টি, কৃষি, ক্ষুদ্র কুটির শিল্প, শিক্ষা ও ক্রীড়া, সংস্কৃতি, স্বাস্থ্য ও স্যানিটেশন, প্রাকৃতিক সম্পদ ব্যাবস্থাপনা, মানব সম্পদ উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, ঘুর্ণিঝড়ে এলাকায় ক্ষয়-ক্ষতির সহায়তা ও ত্রান, তথ্য-প্রযুক্তি, খেলধুলা, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি, মাতৃত্বকালীন ভাতা এবং মুক্তিযোদ্ধা ভাতাসহ আরো অনেক দিক বিবেচনায় রেখে এবারের বাজেট ঘোষনা করা হয়। বাজেটে সূপেয় পানির সমস্যা দুর করার জন্য সরকারী বা বেসরকারি সংস্থার মাধ্যমে বৃস্টির পানি সংরক্ষনের জন্য প্লাস্টিকের ট্যাংকি বিতরণ করার পরিকল্পন্ওা রয়েছে।