Home জাতীয় মোংলাপোর্ট পৌরসভার দুইশো দুই কোটি টাকার বাজেট ঘোষণা

মোংলাপোর্ট পৌরসভার দুইশো দুই কোটি টাকার বাজেট ঘোষণা

97

মোংলা থেকে মো. নূর আলমঃ মোংলাপোর্ট পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের জন্য ২০২ কোটি ৬৫ লাখ ৪৬ হাজার ৪০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ২০ জুন সোমবার সকালে বন্দর নগরীর হোটেল টাইগার মিলনায়তনে মোংলাপোর্ট পৌরসভার আয়োজনে বাজেট অধিরবেশন অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১১টায় বাজেট অধিবেশনে সভাপতিত্ব এবং একই সাথে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। বাজেট অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার, সহকারি পুলিশ সুপার ( মোংলা-রামপাল সার্কেল ) মো. আসিফ ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম ও গণতান্ত্রিক বাজেট আন্দোলন বাগেরহাট জেলা কমিটির সভাপতি মো. নূর আলম শেখ। বাজেট অধিবেশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোংলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুবের চন্দ্র মন্ডল, মোংলা টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. সেলিম, সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাইদ খান, প্যানেল মেয়র মো. শফিকুর রহমান, কাউন্সিলর এস এম কবির হোসেন, কাউন্সিলর শরিফ হোসেন, কাউন্সিলর হুমায়ুন হামিদ নাসির, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ হালদার প্রমূখ। ২০২২-২৩ অর্থবছরের জন্য সুপেয় পানি সরবরাহ, শিক্ষা, স্বাস্থ্য, বৃক্ষরোপন, প্রাকৃতিক দুর্যোগ, জনস্বাস্থ্য, ময়লা আবর্জনা পরিস্কার, খেলাধূলা ্ও সংস্কৃতিকে অগ্রাধিকার দিয়ে বাজেট ঘোষনা করা হয়।