Home শোক ও স্মরণ মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে কবি আসাদ চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত।

মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে কবি আসাদ চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত।

160

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান, ৭১’র বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট নাট্যকার ও সাহিত্যিক, একুশে পদকপ্রাপ্ত কবি আসাদ চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুল বারী খোকন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয় (আর.সি) কলেজের অধ্যাপক উম্মে আনোয়ার সাবেরা সুলতানা লুনা।

মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল মোর্শেদ রবিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রভাষক আশ্রাফুল ইসলাম, শিক্ষক আক্তার হোসেন খোকন।

এতে অন্যান্যের মধ্যে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক জাহিদ হোসেন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য শামীম খান, নির্বাহী সদস্য সঞ্জয় দেবনাথ, সদস্য মোঃ ইব্রাহিম বকশি, সাংবাদিক মোঃ কবির হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান ফরিদ, দপ্তর সম্পাদক মোঃ সম্রাট হোসেন, ক্রীড়া সম্পাদক তুহিন মোহাম্মদ হানিফ, সদস্য মোঃ স্বপন হাওলাদার, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউসুফ আলী সৈকত, সাধারণ সম্পাদক মোঃ তাজেম আলী, শিক্ষক আল-আফসার প্রমুখ।

সভায় বক্তারা মরহুম কবি আসাদ চৌধুরীর রাজনৈতিক, সামাজিক, মুক্তিযুদ্ধ এবং রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন অবদানের কথা তুলে ধরে তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া মিলাদ পরিচালনা করেন, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সদস্য হাফেজ মোঃ আনিছুর রহমান।