Home জাতীয় অবিলম্বে শ্রমিক নেতাদের মুক্তি দিন–সংগ্রাম পরিষদ

অবিলম্বে শ্রমিক নেতাদের মুক্তি দিন–সংগ্রাম পরিষদ

33

ডেস্ক রিপোর্টঃ পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ এর আহবায়ক শহিদুল্লাহ চৌধুরী ও যুগ্ম আহবায়ক কামরূল আহসান আজ এক বিবৃতিতে খুলনার আটরা শিল্পাঞ্চলে সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক হারুন অর রশিদসহ ৮ জন শ্রমিক নেতাকে খান জাহান আলী থানায় আটক করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। বিবৃতিতে তারা বলেন, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আজ সকালে আটরা শিল্পাঞ্চলের ইস্টার্ন জুট মিলের সামনে বন্ধ পাটকল চালু, শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচির শুরুতেই সংগঠনের ব্যানার কেড়ে নিয়ে নেতৃবৃন্দকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আটককৃত অন্যরা হলেন, শ্রমিকনেতা আমিরুল ইসলাম, ছাত্তার মোল্লা, আব্দুর রশিদ, রবিউল ইসলাম, আব্দুর করিম, মোঃ দাউস মিয়া, আনিস মিয়া প্রমুখ। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশে সভা-সমাবেশ করার ক্ষেত্রে কোন বিধিনিষেধ না থাকা সত্ত্বেও বিনা উস্কানিতে স্থানীয় কর্তৃপক্ষ মানব বন্ধনের মত একটি নিরীহ কর্মসূচি থেকে আটক করার ঘটনা শুধু নিন্দনীয় নয়, এটা গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত করার শামিল। নেতৃবৃন্দ অনতিবিলম্বে আটককৃতদের নিঃশর্ত মুক্তি দিতে সরকারের সংশ্লিষ্টদের আহবান জানান।