Home জাতীয় মেহেন্দিগঞ্জ ও হিজলা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলাসংক্রান্ত মতবিনিময় সভা

মেহেন্দিগঞ্জ ও হিজলা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলাসংক্রান্ত মতবিনিময় সভা

53

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। ৮ জুন বুধবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা প্রশাসন মেহেন্দিগঞ্জ ও উপজেলা নির্বাচন অফিস মেহেন্দিগঞ্জ এর আয়োজনে মেহেন্দীগঞ্জ উপজেলা হলরুম মিলনায়তনে আগামী ১৫ জুন মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ২০২২ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে আচরণ বিধি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল জনাব মোঃ আমিন উল আহসান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল জনাব জসীম উদ্দীন হায়দার। সভায় বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল জনাব এস এম আক্তারুজ্জামান, অধিনায়ক র‌্যাব-৮ জনাব মোঃ জামিল হাসান, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জনাব মোঃ আলাউদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল জনাব রকিবুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল জনাব মোঃ ইকবাল হোসাইন , জেলা নির্বাচন কর্মকর্তা জনাব মোহাম্মাদ নূরুল ইসলাম, উপজেলা নিবার্হী অফিসার মেহেন্দিগঞ্জ মোঃ নূরুননবী, উপজেলা নিবার্হী অফিসার হিজলা জনাব বকুল চন্দ কবিরাজ, বরিশাল জেলার এনএসআইয়ের উপ পরিচালক জনাব এস এম আলমাস হোসেন, কোস্ট গার্ডদের প্রতিনিধি, বিজিবির প্রতিনিধি, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারগণ, সংশ্লিষ্ট সার্কেল এএসপিগণ, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ। এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা ও সাধারণ ইউপি সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি আগামী ১৫ জুন মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অবাধ-সুষ্ঠ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন হবে বলে সকল প্রার্থীগণকে আস্বস্থ্য করেছেন এবং সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য অনুরোধ জানান।