Home জাতীয় মেহেন্দিগঞ্জ উপজেলা সড়কে অস্থায়ী স্প্রিটব্রেকার গুলো মরণফাঁদ–দীর্ঘ হচ্ছে আহতের তালিকা

মেহেন্দিগঞ্জ উপজেলা সড়কে অস্থায়ী স্প্রিটব্রেকার গুলো মরণফাঁদ–দীর্ঘ হচ্ছে আহতের তালিকা

40

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা সড়কে ড্রেজার ও বালু ব্যবসায়ীদের সমন্বয়ে নির্মান করা একাধিক অস্থায়ী স্প্রিট ব্রেকার এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। জান মালের ক্ষতি সাধিত হচ্ছে শুনতে পেয়েও স্থানীয় প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। তাদের নাকের ডগায় গুরুত্বপূর্ণ এই সড়কের কয়েকটি স্পটে ড্রেজার ও বালু ব্যবসায়ীদের পাইপ রক্ষার জন্য ইটের খোয়া দিয়ে যত্রতত্র অপরিকল্পিত নির্মাণ করা হয়েছে অস্থায়ী স্প্রিট ব্রেকারগুলো। জনবহুল একটা সড়কে মাসের পর মাস এভাবে গতিরোধ বেআইনি হলেও কোন শক্তির বদৌলতে এই কাজটি জায়েজ করে নিচ্ছে তা স্থানীয় প্রশাসনই ভালো বলতে পারবে বলে মন্তব্য করেন মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদুল হাসান। বুধবার রাতে আজাদ সিনেমা হলের সন্নিকটে এমনই একটি স্প্রিট ব্রেকারে মটর সাইকেল দূর্ঘটনা কবলিত হয় আনাস(২৫) নামের এক যুবক। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশংখাজনক হওয়ায় আনাসকে কর্তব্যরত ডাক্তার বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। অনুসন্ধানে জানা গেছে, গত এক মাসে ড্রেজার ব্যবসায়ীদের এই ভয়ংকর মৃত্যুকুপ স্প্রিট ব্রেকারে ২৫ টির অধিক দূর্ঘটনা ঘটে এবং ৩০/৩৫ জন আহত হন। এদের মধ্যে কেউ কেউ বরিশাল শেবাচিম হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গত দুই সপ্তাহ আগে মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আবদুর রাজ্জাকও এমনি একটি স্প্রিটব্রেকারে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়ে বেশ কিছুদিন সজ্জাশায়ী ছিলেন। বিষয়টি জানার পরেও টনক নড়েনি প্রশাসনের। এলাকাবাসী এই অবৈধ স্প্রিটব্রেকার নির্মানের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেবার দাবী জানিয়েছে।