Home জাতীয় মেহেন্দিগঞ্জে আধুনিক পদ্ধতিতে কৈ, শিং ও মাগুর চাষ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

মেহেন্দিগঞ্জে আধুনিক পদ্ধতিতে কৈ, শিং ও মাগুর চাষ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

32

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মেহেন্দিগঞ্জে আধুনিক পদ্ধতিতে কৈ, শিং ও মাগুর চাষ বিষয়ক প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে তিনদিন ব্যাপী এই প্রশিক্ষন কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)’র সহায়তায় এবং মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত উপজেলা কমিটি, মেহেন্দিগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন মেহেন্দিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু। মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের বাস্তবায়নে এদিন প্রশিক্ষণে পুরুষ ও মহিলাসহ ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ মেহেন্দিগঞ্জ, বরিশাল এর ইউ.ডি.এফ মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা ও প্রশক্ষিক মোঃ আবুল কালাম, ফিল্ড অফিসার মোঃ জামাল উদ্দিন প্রমুখ। প্রশিক্ষণ সভায় বক্তারা, আধুনিক পদ্ধতিতে কৈ, শিং ও মাগুর মাছ চাষের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার বিষয়ে দিকনির্দেশনাসহ দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক মৎস্য চাষীদের সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।