Home খেলা মেসির বার্সা ছাড়ার নেপথ্যে আরো এক কারণ!

মেসির বার্সা ছাড়ার নেপথ্যে আরো এক কারণ!

43

ডেস্ক রিপােট: অবশেষে বার্সেলোনা ছাড়লেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। ক্লাবটির সঙ্গে তার দীর্ঘ ২১ বছরের বিচ্ছেদ ঘটল।

৫০ শতাংশ বেতন কমিয়ে খেলার ইচ্ছা জানিয়েও প্রিয় ক্লাবে আর থাকা হলো না তার। নতুন চুক্তিতে সই আর করা হলো না। মেসি এখন বার্সার সাবেক অধিনায়ক, সাবেক তারকা।

মেসি বার্সার ছাড়ার পেছনে কি ক্লাবটির আর্থিক দৈন্যদশাই একমাত্র কারণ নাকি আরও কিছু বিষয় লুকিয়ে আছে?

আর্জেন্টাইন খুদেরাজের বার্সার সঙ্গে চুক্তি নবায়ন না হওয়ার পর মুহূর্ত থেকেই এ নিয়ে খুঁটিনাটির সন্ধানে নেমেছেন স্প্যানিশ গণমাধ্যমের সাংবাদিকরা।

মেসির ক্লাব ছাড়ার খবর প্রথম প্রকাশ করা স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানাচ্ছে, মেসির ক্লাব ছাড়ার অনেক কারণ রয়েছে। তার মধ্যে একটি হলো— আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। স্বদেশি এই ডিফেন্ডারকে বার্সায় ভিড়িয়ে মাঠের রক্ষণকে আরও শক্তিশালী করতে চেয়েছিলেন মেসি। আসন্ন মৌসুমেই রোমেরোকে স্কোয়াডে নিয়ে মাঠের লড়াইয়ে নামতে চেয়েছিলেন মেসি। কিন্তু শেষ পর্যন্ত মেসির ইচ্ছাপূরণ করতে পারেনি বার্সা। রোমেরোকে দলে ভেড়াতে পারেনি তারা।

পরে ৫০ মিলিয়নের বেশি ইউরোতে ইতালিয়ান ক্লাব আতলান্তা থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম হটস্পার কিনে নেয় রোমেরোকে।

মার্কার দাবি, মেসির ক্লাব ছাড়ার পেছনে অনেক কারণের একটি রোমেরোকে দলে না ভেড়াতে পারা।-যুগান্তর