Home জাতীয় মুমূর্ষু রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়ে পুলিশ ইন্সপেক্টর জাফরের মানবতার দৃষ্টান্ত

মুমূর্ষু রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়ে পুলিশ ইন্সপেক্টর জাফরের মানবতার দৃষ্টান্ত

45

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় এক মানবিক পুলিশ কর্মকর্তার নাম ইন্সপেক্টর (তদন্ত)মোঃ জাফর আহমেদ। গভীর রাতে অসহায় ও মুমূর্ষু রোগীকে তিনি থানার গাড়িতে পৌঁছে দিলেন হাসপাতালে। ২৯ জুলাই বৃহস্পতিবার রাত ১২টার কাটা ছুঁই ছুঁই। কোভিড-১৯ প্রাণঘাতি করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে চলমান কঠোর লকডাউনে নীরব ও নিস্তব্ধ চারিদিক । মেঘলা আকাশ পড়ছে গুড়িগুড়ি বৃষ্টি তার সাথে রয়েছে হালকা দমকা বাতাস। বৈরী আবহাওয়ায় মধ্যেই বানারীপাড়ার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের বাইশারী ইউনিয়ন থেকে স্ট্রোকের মুমূর্ষু রোগী ফজিলাতুন্নেছাকে (৭০) নিয়ে ট্রলারে নদী পার হয়ে পূর্বপাড় বানারীপাড়া পৌর শহরের ফেরীঘাটে আসেন তার স্বজনরা। হাসপাতালে নেওয়ার মত কোন যানবাহন খুঁজে পাচ্ছিলেন না তারা । লকডাউন ও তার সঙ্গে গভীর রাত হাসপাতালে নেওয়ার মত কোন উপায় খুঁজে না পেয়ে হতাশ হয়ে ফেরিঘাটে বসে রইলেন তারা। এমন সময় খবর পান বানারীপাড়া থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মো. জাফর আহমেদ। দ্রুত থানার পিকআপ নিয়ে হাজির হন ফেরীঘাটে থাকা রোগীর কাছে। তাকে পেয়ে রোগীর সঙ্গে থাকা স্বজনরা ঘোর অমানিশার অন্ধকার থেকে আশার আলো দেখতে পান। আনন্দ অশ্রুতে ভরে ওঠে স্বজনদের চোখ। ইন্সপেক্টর জাফর আহম্মেদ নিজের মায়ের মত পরম যত্নে গাড়িতে নিজের সিটে বসালেন রোগীকে। পৌছে দিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ যেন মানবতার এক উজ্জল দৃষ্টান্ত। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মো. জাফর আহম্মেদ বলেন, মানুষ মানুষের জন্য। পুলিশ জনগনের সেবক। যখন খবর পেলাম তখনই ছুটে এসে নিজের মায়ের মত পরম যত্নে গুরুতর অসুস্থ ওই রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা সেবার ব্যবস্থা করি। আমরা (পুলিশ) যেটা করেছি এটা আমাদের ডিউটিরই একটা অংশ। এদিকে ৩০ জুলাই শুক্রবার রাতে খোঁজ নিয়ে জানা গেছে সঠিক সময়ে চিকিৎসা সেবা পেয়ে এখন অনেকটা ভাল আছেন বৃদ্ধা ফজিলাতুন্নেছা। এদিকে মানবতার দৃষ্টান্ত স্থাপন করায় ইন্সপেক্টর মোঃ জাফর আহম্মেদসহ থানা পুলিশ সর্বমহলে প্রশংসিত হয়েছেন। এদিকে সচেতন মহল মনে করেন ২৪ ঘন্টা ফেরিঘাটে একটি গাড়ি থাকা দরকার। কারন সঠিক সময় গাড়ি পেলে বেঁচে যেতে পারে অসুস্থ রোগীর প্রাণ। প্রসঙ্গত মোঃ জাফর আহম্মেদ বরিশাল জেলার শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে সম্প্রতি পুরস্কৃত হয়েছেন।