Home জাতীয় চর রাজিবপুরে অটোবাইক শ্রমিকদের উপর হামলার বিচার দাবি

চর রাজিবপুরে অটোবাইক শ্রমিকদের উপর হামলার বিচার দাবি

34

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল রায় আজ এক যুক্ত বিবৃতিতে কুড়িগ্রাম জেলার চর রাজিবপুরে চাঁদাবাজির বিরুদ্ধে চলমান অটোবাইক শ্রমিকদের আন্দোলনে সরকার দলীয় চাঁদাবাজ—সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলায় শ্রমিকদের আহত করার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। একইসাথে মিথ্যা মামলায় আটককৃত শ্রমিকদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “অটোবাইক শ্রমিক ফেডারেশন কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার সংগঠকরা আজ ৩০ জুলাই শুক্রবার সকাল ৯টায় চাঁদাবিরোধী আন্দোলন করতে গেলে এলাকার চিহ্নিত চাঁদাবাজরা তাদের উপর আক্রমণ করে। এতে অটোবাইক শ্রমিক ফেডারেশন কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার সভাপতি শ্রমিক নেতা শহীদ মিয়া, নুর ইসলাম, রাশেদুল, মোহাম্মদ হাফেজ আলী প্রমুখ গুরুতরভাবে আহত হন। আহতদের মধ্যে অনেকের অবস্থা সংকটাপন্ন। চাঁদাবাজদের করা মিথ্যা মামলায় সংগঠনের রাসেল, লাল মিয়াসহ চারজন শ্রমিকনেতাক পুলিশ আটক করেছে। আটককৃত নেতাদের ছেড়ে না দিলে আগামীকাল চর রাজিবপুর ও রৌমারীতে শ্রমিক ধর্মঘটের আহবান করা হয়েছে।