Home জাতীয় মুজিববর্ষে মোংলায় ইউএনও’র গর্ভ সুরক্ষা ও নিরাপদ মাতৃত্ব প্রকল্প চালু

মুজিববর্ষে মোংলায় ইউএনও’র গর্ভ সুরক্ষা ও নিরাপদ মাতৃত্ব প্রকল্প চালু

54

মোংলা থেকে মো. নূর আলমঃ মুজিব শতবর্ষ উপলক্ষে মোংলা উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার এর বিশেষ উদ্যোগে গর্ভ সুরক্ষা ও নিরাপদ মাতৃত্ব প্রকল্প চালু হয়েছে। ২০২১ সালের এই প্রকল্পের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি। এই প্রকল্পের উদ্যোগে ৩২ জন অতিদরিদ্র গর্ভবতী নারীকে পুষ্টিকর খাদ্য ও মাল্টিভিটামিনসহ গর্ভ সুরক্ষা উপকরণ বিতরণ এবং স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার বলেন ”গর্ভ সুরক্ষা ও নিরাপদ মাতৃত্ব” প্রকল্পের আওতায় ৩২জন অতিদরিদ্র গর্ভবতী নারীকে পুষ্টিকর খাদ্য এবং মাল্টিভিটামিনসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই ৩২জন গর্ভবতী নারীর মধ্যে ৩১জন নারী সুস্থ-সবল সন্তান জন্ম দিয়েছেন। এরমধ্যে একজন নারীর সন্তান মৃত্যুবরণ করেছে। ৩২জন নারী বাছাই করার ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় নেয়া হয়েছে তা হলো ৩ মাসের গর্ভবতী থেকে ৬ মাস বয়সের মা ও শিশু, অতিদরিদ্র এবং রিমোট এলাকার লোক, পুষ্টিকর খাদ্যের অভাব আছে, নিয়মিত চিকিৎসার সঙ্গতি নেই, মায়ের ওজন কম ও রক্ত স্বল্পতা যাদের আছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস বলেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার মহোদয়ের বিশেষ উদ্যোগ ”গর্ভ সুরক্ষা ও নিরাপদ মাতৃত্ব” প্রকল্পের আওতায় গর্ভাবস্থায় গুরুতর অসুস্থ হলে তাদের চিকিৎসা সেবা সহজীকরণ করা হয়। এছাড়া তাদের চিকিৎসার জন্য তিন সদস্যের চিকিৎসক প্যানেল করা হয়, নিয়মিত স্বাস্থ্য চেক-আপ’র ব্যবস্থা করা হয়। এই প্রকল্পের উপকারভোগী নারী চিলা ইউনিয়নের আয়েশা আক্তার এবং মোংলাপোর্টি পৌরসভার তানিয়া বেগম বলেন ইউএনও কমলেশ মজুমদার স্যার আমাদের গভাবস্থায় এবং বাচ্চা হওয়ার পরে চাল-ডাল এবং পুষ্টিকর খাবার দিয়েছেন, বাচ্চা ভূমিষ্ট হবার ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন’র ব্যবস্থা এবং বাচ্চা ডেলিভারির সময়ে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করেছেন। আমরা ইউএনও’র স্যারের জন্য দোয়া করি স্যার যেন সুস্থ-সুন্দর জীবন-যাপন করতে পারেন এবং আরো বড়ো অফিসার হয়ে সারা দেশের গরিব মানুষের ও দেশের সেবা করতে পারেন। প্রকল্পের বিষয়ে জানতে চাইলে চিলা ইউনিয়নের চেয়ারম্যান গাজী আকবর হোসেন বলেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার স্যার মুজিববর্ষে ”গর্ভ সুরক্ষা ও নিরাপদ মাতৃত্ব” প্রকল্পের আওতায় অতিদরিদ্র নারীদের তিন দফায় চাল, ডাল, তেল, চিনি, লবন, মাল্টিভিটামিন, ডায়াপারসহ চিকিৎসা সেবা প্রদান করেছেন। এই প্রকল্প’র সহায়তায় গর্ভবতী নারীদের সন্তান জন্মদান নিরাপদ হয়েছে। প্রকল্পটি মানুষের প্রশংসা পেয়েছে। এ বিষয়ে মোংলা উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার আরো বলেন প্রকল্প বাস্তবায়নে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি স্যার, ডিসি স্যারসহ অন্যান্য জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও এনজিও কর্মকর্তাগণ আমাকে সহযোগিতা করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। যতদিন আমি মোংলার দায়িত্বে আছি ততদিন সকলের সহযোগিতায় প্রকল্পটি চালু রাখার আকাংখা ব্যক্ত করছি।