Home জাতীয় মিগজাউম ভারতের দক্ষিণ অন্ধপ্রদেশ অতিক্রম করতে পারে

মিগজাউম ভারতের দক্ষিণ অন্ধপ্রদেশ অতিক্রম করতে পারে

26

ডেস্ক রিপোর্ট: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ আরো উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও
ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিনত হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছিল। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে নিলর ও মাসুলিপট্টমের হয়ে ভারতের দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মাংলা ও পায়রা সমুদ্রবন্দরসমুহকে দুই নম্বর স্থানীয় সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হযেছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরর্বতী নির্দেশ না দেওয়া র্পযন্ত উপকূলরে কাছাকাছি তেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা (২-৪) ডিগ্রি সেঃ হ্রাস পেতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক : উত্তর/উত্তর-পূর্বদিক থেকে ঘন্টায় (০৮-১২) কিঃ মিঃ।
আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৭৪%
আজ ঢাকায় সূর্যাস্ত : সন্ধ্যা ০৫ টা ১১ মিনিট।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় : ভোর ০৬ টা ২৭ মিনিট।
বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা: বৃষ্টিপাত হ্রাস পেতে পারে। রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।