Home জাতীয় মনোনয়ন বৈধ ১৯৮৫ জনের, বাদ পড়েছে ৭৩১

মনোনয়ন বৈধ ১৯৮৫ জনের, বাদ পড়েছে ৭৩১

20

স্টাফ রিপোটার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩শ আসনে ১ হাজার ৯৮৫ জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। বকাতিল হয়েছে ৭৩১ জন প্রার্থীর মনোয়নপত্র।সোমবার রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে এতথ্য দিয়েছেন।
এবার সারা দেশে মনোনয়নয়ন পত্র জমা পড়েছিল ২ হাজার ৭১২টি।সোমবার মনোনয়নয় পত্র যাচাই বাচাই শেষ হয়।মঙলবার সকাল সাড়ে ১০টা থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত আপিল গ্রহণ চলবে। ১০ ডিসেম্বর থেকে আপিল শুনানি হবে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ।

প্রার্থীতা প্রত্যাহের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রার্থদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। প্রার্থীরা ৫ জানুয়ারি পর্যন্ত প্রচার প্রচারনা চালাতে পারবেন। আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।