Home রাজনীতি মালিকের মুনাফার লালসার বলি হবে শ্রমিক–খালেকুজ্জামান

মালিকের মুনাফার লালসার বলি হবে শ্রমিক–খালেকুজ্জামান

61

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান আজ ৩১ জুলাই সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে করোনা সংক্রমণ ও মৃত্যুর উর্ধ্বগতি সত্ত্বেও কঠোর লকডাউনে রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেয়ার সরকারি সিদ্ধান্তকে চরম অবিবেচনাপ্রসুত ও অমানবিক আখ্যায়িত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, গণপরিবহন বন্ধ, সকল শ্রমিকদের ভ্যাসকিন দেয়া হয়নি এমতাবস্থায় শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত না করে মালিকের মুনাফার স্বার্থ রক্ষায় কারখানা খোলার সিদ্ধান্ত শ্রমিকদের জীবনকে মারাত্মক ঝুঁকি ও ভোগান্তিতে ফেলবে। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়বে।
বিবৃতিতে খালেকুজ্জামান করোনার সংক্রমণ ও মৃত্যুর উর্ধ্বগতির সময় কারখানা খোলার সিদ্ধান্ত বাতিল এবং কারখানা খোলার আগে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সকল শ্রমিককে ভ্যাকসিন দেয়া, যাতায়াতের ব্যবস্থার করার দাবি জানান।