Home মতামত মানুষ আর বই পড়ে না

মানুষ আর বই পড়ে না

27

তাসলিমা নাসরিন: মানুষ আর বই পড়ে না, পড়ে সোশ্যাল মিডিয়ার ছোট ছোট কমেন্টস। মানুষ আর সংবাদপত্র পড়ে না, বড়জোর শিরোনাম পড়ে। মানুষ এখন আর সিনেমা দেখে না, দেখে রীলস।

কমেডি করো দেখবে, ভায়োলেন্স দেখবে। আমি কিছুদিন হলো কবিতা পড়ার ভিডিও পোস্ট করছি ফেসবুকে। প্রচুর ভিউয়ার, কিন্তু ইনসাইটে গিয়ে দেখি অধিকাংশই ৩ সেকেন্ড দেখে বেরিয়ে গেছে। অস্থির একটা প্রজন্ম তৈরি হয়েছে গত তিরিশ বছরে। এদের জন্য কষ্ট করে বই লিখে কী লাভ? মনে হয় লেখালেখি বাদ দিয়ে বই পড়ে আর নাটক-সিনেমা দেখে, যা খেতে মন চায় তা তৃপ্তি করে খেয়ে, পৃথিবী ভ্রমণ করে, আনন্দ উল্লাস করে জীবনের বাকিটা সময় কাটিয়ে দেওয়াই ভালো।
-লেখক: মুক্ত মনের লেখক।