Home জাতীয় মাটর সাইকেল নিষেধাজ্ঞার নামে, রুটি-রুজির উপর আঘাত চলবে না

মাটর সাইকেল নিষেধাজ্ঞার নামে, রুটি-রুজির উপর আঘাত চলবে না

73

ডেস্ক রিপোর্ট: সড়ক-মহাসড়কে গতিসীমাসহ মোটর সাইকেল লেইন চাই। গণপরিবহন খাতের নৈরাজ্য বন্ধের দাবিতে আজ ৮ জুলাই, বিকাল সাড়ে ৪ টায়, পল্টন মোড়ে বাংলাদেশ যুব ইউনিয়ন উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম। যুবনেতা চৌধুরী জোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি গোলাম রাব্বী খান, যুবনেতা আনোয়ার হোসেন ও ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপক শীল।
বক্তারা বলেন, যখন দেশে পরিবহন খাতে নৈরাজ্য চলছে এবং কোটি যুবক বেকার তখন রাইড শেয়ারিং করে লক্ষ যুবক বেঁচে থাকার যুদ্ধ করছে ঠিক তখন ঈদের আগে ও পরে ৭ দিন বাইক চালানো সীমিত করা হয়েছে কার স্বার্থে? সড়ক দূর্ঘটনার অযুহাতে যদি বাইক চালনা বন্ধ করা হয় তাহলে তো সবার আগে বাস, ট্রাক বন্ধ করতে হয়। সত্যিটা হলো, সরকার বাস মালিকদের সাথে সিন্ডিকেট করে অতিরিক্ত বাস ভাড়ার ব্যবসা করতে চায়। এভাবে চলতে পারে না। এখন থেকেই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। সেইসাথে মহাসড়কে ও সড়কে বাইক চলাচলের জন্য গতিসীমাসহ লেইন করতে হবে। এবং পরিবহন খাতে যে নৈরাজ্য চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে।