Home সাহিত্য ও বিনোদন ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান

‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান

81

ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে ৮-১০ মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানটি একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে।

৮ মার্চ একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখবেন প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। আলোচনা পর্বের পর শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই ধ্রুপদী নৃত্যালয় এর শাহরীন পরিচালিত ‘পরিচয় ধানমন্ডি ৩২’ শিরোনামে নৃত্যলেখ্য পরিবেশিত হবে। একক সংগীত ‘তুমি যেন শত নদী’ পরিবেশন করবেন শিল্পী বিশ্বাস। মিমি আলাউদ্দিন-মুক্তিযুদ্ধ চেতনাদীপ্ত পিতার পতাকা হাতে, সাঈকা-আর একটি রবে শেখ মুজিবের জন্ম দেনা মা, বিমান চন্দ্র বিশ্বাস-নদীর ঢেউ, রাজিয়া সুলতানা মুন্নি-মুজিব হয় শুধু একটি নাম, এলিজা পুতুল-ওরে আকাশে আজ দেখ কি সাজ, তানজিনা করিম স্বরলিপি-ওগো জাতির পিতা, স্বরন-বঙ্গবন্ধু শেখ মুজিব তুমি মহান নেতা, মোমিন বিশ্বাস-শত বছরের অতীতে ১৭ মার্চ, এরফান হোসেন-ও প্রাণের মুজিব ভাই, মাটি রহমান-জগৎ জুড়ে বঙ্গবন্ধু, ফরিদা আলম রত্না-শেখ মুজিবের বাংলাদেশ রে শিরোনামে সংগীত পরিবেশন করবেন। এছাড়াও সংগীত পরিবেশন করবেন সজিব, গরীব মোক্তার এবং কাঙ্গালিনী সুফিয়া। তপস্যা দৃত্যদলের ফিফা চাকমা পরিচালিত ‘কাকন কাহন’ এবং অমিত চৌধুরীর ‘অন্তর্দেশ’ শিরোনামে নৃত্যলেখ্য পরিবেশিত হবে।

৯ মার্চ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সংগীত ‘আগস্ট এর শোখ গাঁথা’ পরিবেশন করবেন শিল্পী শরন বড়ুয়া। রাকা পপি-ওই একটি তরর্জনী উঠেছিলো, মনিফা মোস্তাফিজ মন-মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ফারজানা আফরিন ইভা-আমি স্বপ্নে দেখেছি সেদিন বঙ্গবন্ধুকে, ত্বাবিব ফাইরুজ রোদশীর-বঙ্গবন্ধু ফিরে এলে, হুমায়রা বশির-মা ভাবতো ছেলেটা শিরোনামে সংগীত পরিবেশন করবেন। এছাড়াও গোলাম মোস্তফা, অরুপ বিশ্বাস, সুনীল কুমার সূত্রধর, আরিফ চৌধুরী পলাশ, অরুন চৌধুরী, আবিদ রহমান সেতু, ইউসুফ আহমেদ খান, কাজী দেলোয়ার হোসেন, লাভলী দেব সংগীত পরিবেশন করবেন। মানস তালুকদার এর পরিচালিত ‘নৃত্যগ্রাম’, মুরাদ জামান খান পরিচালিত সুবর্ণ বৃক্ষ: নৃত্যাক্ষণ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ নৃত্যলেখ্য পরিবেশন করবেন।

অনুষ্ঠানের সঞ্চালনায় থাকবেন ফেরদৌস আরা বন্যা এবং নাসরিন হুদা বিথী।