আন্তর্জািতক ডেস্ক: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ আর নেই।বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যু বরন করেন তিনি। তার বয়স হয়েছিলো ৯৬ বছর।
জানাগেছে, অসুস্থতা বাড়ায় কিছুদিন ধরেই তিনি স্কটল্যান্ডে বালমোরাল এস্টেটে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার সকাল থেকেই তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। খবর শুনে রাজপরিবারের সদস্যরা সবাই তার শয্যাপাশে উপস্থিত হন। সন্ধ্যায় তার জীবনাবসান ঘটে।

যুক্তরাজ্যের ইতিহাসে তিনি সবচেয়ে বেশি সময় সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। ১৯৫২ সালে সিংহাসনে আসীন হন তিনি, টানা ৭০ বছর সাম্রাজ্য পরিচালনা করেন। ইতিহাসের নানা উত্থান-পতন ও সামাজিক পরিবর্তন দেখেছেন শতাব্দী-ছোঁয়া এই মহীয়সী।

রানির মহাপ্রয়াণে রাজাসনে আসীন হবেন তার বড়ো ছেলে প্রিন্স চার্লস। যিনি শুধু ব্রিটেন নন, ১৪টি কমনওয়েলথ রাষ্ট্রের প্রধান হিসেবে দায়িত্বপালন করবেন।