Home শিক্ষা ও ক্যাম্পাস ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বটিয়াঘাটার নেতৃত্বে শোয়াইব‌ ও সুমন

ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বটিয়াঘাটার নেতৃত্বে শোয়াইব‌ ও সুমন

338

ইবি প্রতিনিধি: ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন(ইউসাব) বটিয়াঘাটার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয় ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের শোয়াইব মল্লিক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থী সুমন গাজী।

সোমবার (৩ জুলাই) আগামী এক বছরের জন্য (২০২৩-২০২৪) ইউসাব এর তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির আরেক সদস্য হলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাসু দেব মন্ডল(যুগ্ম সাধারণ সম্পাদক)।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুমন গাজী বলেন, এটি আমার প্রাণের সংঘঠন, বলতে গেলে একসাথে পথচলা পাঁচটি বছর, সংগঠনটি সৃষ্টি হয়েছে বটিয়াঘাটা উপজেলার শিক্ষার্থীদের প্রয়োজনে, বিভিন্ন প্রয়োজনে আমরা বটিয়াঘাটা শিক্ষার্থীদের পাশে থেকেছি, সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করেছি, নারীশিক্ষা উন্নয়ন ও মেধা বৃত্তির ব্যবস্থাপনার সাথে থেকেছি, পদ পদবি আমার জন্য গুরুত্ব বহন করেনা, তবুও যেহেতু আমাকে গুরুদায়িত্বটি অপর্ন করা হয়েছে সেহেতু আমি এবং নতুন কমিটি বটিয়াঘাটা শিক্ষাব্যবস্থাকে শিক্ষার্থীদের কাছে স্মার্টভাবে উপস্থাপন করা এবং তাদের শিক্ষার প্রসারে সার্বিক সহযোগীতা করা আমাদের প্রথম লক্ষ্য ও উদ্দেশ্য আমরা শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই, বটিয়াঘাটার আগামীর নক্ষত্রদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে নতুন কমিটির কার্যক্রম শুরু করতে চাই।

নবনির্বাচিত কমিটির সভাপতি শোয়াইব মল্লিক বলেন, নতুন কমিটিতে আমার উপর ভরসা করার জন্য সংগঠনের বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল উপদেষ্টাদের আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানায়, সেই সাথে সংগঠনের উদ্দেশ্যকে আরো গতিশীল করার জন্য আমার সর্বাচ্চ চেষ্টা অব্যহত থাকবে।