Home জাতীয় ভর্তি পরীক্ষার পর আবেদনের জন্য অর্থ চাওয়া অবিবেচনাপ্রসূত

ভর্তি পরীক্ষার পর আবেদনের জন্য অর্থ চাওয়া অবিবেচনাপ্রসূত

37

ডেস্ক রিপোর্ট: ভর্তি ফর্ম কেনার পর এখন আবার ভর্তির আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে আলাদা করে অর্থ চাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরী জয় ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স আজ ৫ নভেম্বর সংবাদপত্রে প্রকাশের জন্য এক যুক্ত বিবৃতিতে বলেন, গুচ্ছ ভর্তি পরিক্ষার অন্যতম উদ্দেশ্য ছিল ভর্তিচ্ছুদের ভোগান্তি কমানো, অর্থ ও শ্রমের অপচয় বন্ধ করা। কিন্তু অত্যান্ত দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে ভর্তি পরিক্ষার ফর্ম বিক্রির পরও এরই মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদে ভর্তির জন্য আবেদন ফি ৬৫০ টাকা করে চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যদি কোন শিক্ষার্থী ৪ টি ইউনিটেও ভর্তির আবেদন করতে চায়, তবে তার জন্য তাকে গুনতে হবে ২,৬০০ টাকা। অন্য ১৯ টা বিশ্ববিদ্যালয়ও একই পথে পা বাড়াবে এই আশঙ্কা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে যে পরিমাণ প্রতিযোগিতা ও অনিশ্চয়তা থাকে, এতে শিক্ষার্থীরা আশঙ্কা করছেন যে, কেবলমাত্র আবেদন করতেই প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে খরচ হবে ৫০,০০০ টাকা। অপচয় কমানোর কথা বলে আবার এই বিপুল পরিমাণ আবেদন ফি চাওয়া শিক্ষার্থীদের সাথে প্রতারণার সামিল। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোর ব্যবসায়ী মানসিকতা উন্মোচিত হয়ে পড়েছে। এখানে শিক্ষার্থীদেরকে তারা বানিয়েছেন ক্রেতা।
নেতৃবৃন্দ আরও বলেন, এই পরিমাণ আবেদন ফি রাখলে বহু শিক্ষার্থীর পক্ষেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সম্ভব হবে না। এভাবে শিক্ষা বাণিজ্যের মধ্য দিয়ে একটা বিপুল অংশের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ করে দেওয়ার পায়তারা চলছে সর্বস্তরে। এই আয়োজন রুখে দিতে আজ শিক্ষার্থীদেরকে সংগঠিত হতে হবে। নেতৃবৃন্দ অবিলম্বে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরিক্ষা হওয়া বিশ্ববিদ্যালয় গুলোর এই আবেদন ফি বাতিলের দাবি জানান।