ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে আজ সকালে জোহানেসবার্গে আজ সকালে রওয়ানা দিয়েছেন।সেখানে ২২ থেকে ২৫ আগষ্ট পর্যন্ত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিবেন।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।এতথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসান করিম।
ফ্লাইটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘন্টা বিরতি শেষে আবার যাত্রা শুরু করে রাত ৮টা ৫০ মিনিটে দক্ষিণ আফ্রিকার ওআর টাম্বো আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরনের কথা রয়েছে।
দক্ষিণ আফ্রিকা ব্রিকস দেশগুলোর ১৫তম শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে।ব্রিকসের বর্তমান সদস্য ব্রাজিল, রাশিয়া, চীন, ভারত এবং দক্ষিণ আফ্রিকা।