Home জাতীয় ব্রাহ্মণবাড়িয়ায় ভোরের সাথীর দোয়া মাহফিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভোরের সাথীর দোয়া মাহফিল

43

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া শহরের পরিবেশ রক্ষা ও বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানের সৌন্দর্য্য বর্ধনে কাজ করে যাওয়া সামাজিক সংগঠন “ভোরের সাথী” এর প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হক ও সহ-সভাপতি ইকবাল হোসেন চন্দর’র আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৭টায় স্থানীয় লোকনাথ দিঘীর টেংকের উত্তরপার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সহ-সভাপতি জাহাঙ্গীর কবীর খান দুলালের সভাপতিত্বে ও বিআরডিবি’র সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আবু কাউসারের সঞ্চালনায বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক আব্দুল্লাহ ভূইয়া, উপদেষ্টা তাজ মোঃ ইয়াছিন, কোষাধ্যক্ষ সুভাষ চন্দ্র দাস, চেম্বার অব কমার্সের পরিচালক বাবুল মিয়া, সাবেক পৌর কাউন্সিলর শাহ আলম খন্দকার, সাবেক রেড ক্রিসেন্ট সেক্রেটারী এডভোকেট এমদাদুল হক চৌধুরী, সমাজসেবী মাঈন উদ্দিন খাজা, টেংকেরপাড়ে জামে মসজিদের সাবেক সাধারন সম্পাদক এম.এ. নাসের বাহার, সাবেক কাউন্সিলর খবির উদ্দিন প্রমূখ। এ সময় বক্তারা, বিশিষ্ট সমাজসেবী মরহুম নাজমুল হক ও ইকবাল হোসেন চন্দন এর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং পরিবেশ রক্ষা ও শহরের সৌন্দর্য্য বর্ধনসহ মানব কল্যানে তাদের কাজ করে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন। দোয়া পরিচালনা করেন টেংকেরপাড় জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম। অনুষ্ঠানে শহরের বিশিষ্টজন সহ নানা শ্রেণী পেশার মানুষ ও ভোরের সাথী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মহামারী করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মোঃ নাজমুল হক (৬৫) ও মোঃ ইকবাল হোসেন চন্দন (৫৭) চিকিসাধীন অবস্থায় মারা যান।