Home জাতীয় ব্যাটারিচালিত যানবাহন সংগ্রাম পরিষদের স্মারকলিপি

ব্যাটারিচালিত যানবাহন সংগ্রাম পরিষদের স্মারকলিপি

54

ডেস্ক রিপোর্ট: রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৬ জুন ২০২২ বিকাল ৫টায় বনানী চেয়ারম্যান বাড়ী বিআরটিএ ভবনে বিআরটিএ চেয়াারম্যান এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগাম পরিষদের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের আহ্বায়ক খাালেকুজ্জামান লিপন, সদস্য সচিব প্রকৌশলী ইমরান হাবিব রুমন, উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আবু নাঈম খান বিপ্লব, মহিন উদ্দিন, জনার্দন দত্ত নান্টু, আবু জাফর।

স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের বাহন হিসেবে রিক্সা, ব্যাটারি রিক্সা, রিক্সা ভ্যান, ইজি বাইকের প্রয়োজনীয়তা কোনভাবেই অস্বীকার করা যায় না। একদিকে লাখ লাখ মানুষের কর্মসংস্থান অন্যদিকে সহজ ও সস্তা পরিবহন হিসেবে তিন চাকার এই বাহন শুধু জনপ্রিয়ই নয় অত্যন্ত কার্যকর হিসেবে বিবেচিত। যাত্রী পরিবহনের পাশাপাশি, পণ্য পরিবহন এমনকি রোগী পরিবহনেও হাতের কাছের বাহন হিসেবে বিবেচিত। রিক্সা চালানোর মত প্রচণ্ড কায়িক এবং অমানবিক বাহনের বিপরীতে ব্যাটারিচালিত এইসব বাহন যেমন চালকের জন্য কিছুটা আরামদায়ক যাত্রীদের জন্যও সস্তা ও স্বাচ্ছন্দ্যময়। দুর্ঘটনাও আগের তুলনায় কমেছে। ফলে মহামান্য সুপ্রিম কোর্ট মহাসড়ক ব্যতিত ব্যাটারিচালিত যান চলায় বাঁধা নেই বলে মতামত দিয়েছেন।