Home সারাদেশ বৈচিত্র্যময়তাকে ধারণ ও চর্চার মাধ্যমে তরুণরাই পারে সম্প্রীতির বাংলাদেশ গড়তে

বৈচিত্র্যময়তাকে ধারণ ও চর্চার মাধ্যমে তরুণরাই পারে সম্প্রীতির বাংলাদেশ গড়তে

38

বাগেরহাটে  বৈচিত্র্য মেলায় ড. বদিউল মজুমদার

বাগেরহাট থেকে মোঃ নূর আলমঃ বৈচিত্র্যময়তাকে ধারণ ও চর্চার মাধ্যমে তরুণরাই পারে সম্প্রীতির বাংলাদেশ গড়তে। দেশ বারুদের উপর দাড়িয়ে আছে, সামাজিক সম্প্রীতি হুমকির মুখে। তাই সকল শুভ শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। তরুনদের শ্রমে-মেধায় এবং চেতনায় গড়ে ওঠা সম্প্রীতির বাগেরহাটের দৃষ্টান্ত সারাদেশে ছড়িয়ে দিতে হবে। ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে  দি  হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র  ব্রেইভ প্রকল্পের আয়োজনে বৈচিত্র্য মেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র কান্ট্রি ডিরেক্টর সুজন সম্পাদক  ড. বদিউল মজুমদার একথা বলেন।

“সম্প্রীতি ও বৈচিত্র্যময় বাংলাদেশের প্রত্যয়ে–”  শ্লোগাণে বৈচিত্র্য মেলার  উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রেইভ জেলা কমিটির সভাপতি এস কে হাসিব। আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তৃতায় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম বলেন “ আমি খুব অবাক হয়েছি বাগেরহাটের তরুনরা বিভিন্ন শিল্পের মধ্য দিয়ে বৈচিত্রতা তুলে ধরেছে যা আমাদের স্বপ্ন দেখায় সুন্দর সম্প্রীতির বাংলাদেশের”। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহিংস উগ্রপন্থা নিরসন কমিটির সাধারন সম্পাদক এডভোকেট সেলিম আজাদ, বাগেরহাট পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ বাশিরুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজগর আলি, বিশিষ্ট সাংবাদিক সুজন নেতা মোঃ নুর এ আলম শেখ, খান মোহাম্মদ আরিফুল হক, ইসলামিক ফাউন্ডেসন সভাপতি আব্দুল করিম খান, ব্রাম্মণ সংঘের সাধারণ সম্পাদক  নিবাস চক্রবর্তী, এল্ডার ব্রাদার বিভুদান সর্দার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের খুলনা অঞ্চলের সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু এবং ব্রেইভ প্রকল্প সমন্বয়কারী নাজমুল হুদা মিনা, মোঃ হাফিজুর রহমান, কাজী মিজানুর রহমান, জামিলা আক্তার, মোল্লা মনিরুজ্জামান, মোঃ ফয়সাল হাওলাদার প্রমূখ। আলোচনা সভার আগে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অতিথিবৃন্দ বৈচিত্র্য মেলার উদ্বোধন করেন। পরবর্তীতে  বিভিন্ন ধর্মীয় নেতা, তরুন ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সমন্বয়ে একটি বৈচিত্র শোভাযাত্রা বাগেরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  বৈচিত্র্য মেলায় অতিথিবৃন্দ  বাগেরহাটের সদর, ফকিরহাট ও মোংলা উপজেলার ২৪টি ইউনিয়ন ও ২টি পৌরসভার তরুনদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।